প্রচ্ছদ / আরও... / বাগেরহাটে গণিত কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটে গণিত কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট । বাগেরহাট ইনফো ডটকম | ১৯ মে, ২০১৬
Bagerhat-Pic-1(19-05-2016)শিক্ষার্থীদের গণিতের ভীতি দূর করতে বাগেরহাটে সপ্তাহ ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শহরতলীর ৪টি বিদ্যালয়ের প্রায় দেড়শাধিক শিক্ষার্থী এ কর্মশালায় অংশ নেয়।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে বাগেরহাট সদরের উদ্দীপন বদর সামছু বিদ্যানিকেতনে কর্মশালায় অংশ নেওয়া কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

গণিতের ভীতি দূর করে ছাত্র-ছাত্রীদের মাঝে গণিত শেখার মনোভাব তৈরিতে সামছউদ্দীন-নাহার ট্রাস্ট এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বৈটপুর মোমিনউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, কে বি ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়, ফতেপুর বালিকা বিদ্যালয় ও উদ্দীপন বদর সামছু বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা অংশ নেয়।

সপ্তাহ ব্যাপী কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক এম.ডি আজমল হুদা, পরিসংখ্যান বিভাগের প্রভাষক মোহাম্মদ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুম মুর্শেদ, সহকারী অধ্যাপক এইচ এম রাশেদুন্নবী শিক্ষার্থীদের গণিতের বিভিন্ন খুটিনাটি বিষয়ে ধারণা দেন।

কর্মশালা শেষে চারটি বিভাগে ১২ জন কৃতী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

ট্রাস্টের প্রধান উপদেষ্টা আব্দুর ছত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য দেন।

এসআই/এসআই/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ