প্রচ্ছদ / খবর / মংলা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত

মংলা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত

স্পেশাল করেসপন্ডেন্ট । বাগেরহাট ইনফো ডটকম
Signal-3ঘূর্ণিঝড় রোয়ানু সুন্দরবন উপকূলের দিকে ধেয়ে আসায় মংলা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে।

এদিকে ৭ নম্বর বিপদ সংকেত জারির মংলা বন্দরে স্পেশাল এলার্ট ৩ জারি করেছে বন্দর কর্তৃপক্ষ।

মংলা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার এডমিরাল রিয়াজ উদ্দিন আহম্মেদ এ বিশেষ সর্তকতা জারির খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, বন্দর কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকেই প্রস্তুতি গ্রহণ করছে। ৭ নম্বর বিপদ সংকেত জারির পর বন্দরে সর্বোচ্চ সতর্কতা এলার্ট ৩ জারি করা হয়।

এ সংকেত জারির ফলে বহির্নোঙর ও জেটিতে বন্দরের সব ধরনের ইক্যুইপমেন্ট দিয়ে লোডিং-আনলোডিং কার্যক্রম বন্ধ থাকবে। বন্দরের নিজস্ব যন্ত্রপাতি, ক্রেন নিরাপদ অবস্থানে রাখা হবে।

এসআই/এইচ/বিআই/১৯ মে, ২০১৬

** ঘূর্ণিঝড় ‘রোয়ানু’: দুর্যোগ মোকাবেলায় বাগেরহাট প্রস্তুত

About বাগেরহাট ইনফো নিউজ