প্রচ্ছদ / খবর / বাগেরহাটে মাদক ব্যবসায়ীর ২ বছরের সাজা

বাগেরহাটে মাদক ব্যবসায়ীর ২ বছরের সাজা

স্টাফ করেসপন্ডেন্ট । বাগেরহাট ইনফো ডটকম

Bagerhat-Pic-01(26-05-2016)বাগেরহাটে গাঁজা রাখার অপরাধে লিটন হাওলাদার ওরফে কালু (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের বিনাশ্রম সাজা (কারাদণ্ড) দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে বাগেরহাট পৌরসভার বাসাবাটি এলাকার মনিকা সিনেমা হলের পার্শবর্তি লিটনের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় মাটি খুড়ে তার ঘরের বারান্দায় লুকিয়ে রাখা আড়াই কেজি গাঁজা উদ্ধার করে।

আটক লিটন হাওলাদার শহরের বাসাবাটি এলাকার আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিযুষ চন্দ্র দে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে লিটনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময়  তার ঘরের বারান্দার মাটি খুড়ে লুকিয়ে রাখা আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ২ বছরের কারাদন্ডাদেশ দেওয়া হয়।

দন্ডপ্রাপ্ত লিটনের বিরুদ্ধে আরও দুটি মাদক মামলা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, গত ২৫ দিনে গাঁজা ইয়াবাসহ মাদক ব্যবসা ও সেবনের দায়ে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। বাগেরহাট শহরকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।

এটি/এসআই/বিআই/২৬ মে, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ