প্রচ্ছদ / খবর / আত্মসমর্পণ করছে সুন্দরবনের দস্যু ‘মাস্টার বাহিনী’

আত্মসমর্পণ করছে সুন্দরবনের দস্যু ‘মাস্টার বাহিনী’

স্পেশাল করেসপন্ডেন্ট । বাগেরহাট ইনফো ডটকম

Doshu-in-SundorBon-05আত্মসমর্পণ করছে সুন্দরবনের অন্যতম প্রধান দস্যু দল ‘মাস্টার বাহিনী’। রোববার (২৯ মে) দুপুরে সহযোগীদের নিয়ে মাস্টার বাহিনীর প্রধান আত্মসমর্পণ করবে বলে জানা গেছে।

সম্ভব্য দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে বাগেরহাটের মংলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র জমা দিয়ে বাহিনী সদস্যরা আত্মসমর্পণ করবে।

এজন্য সব প্রস্তুতি ও আয়োজন সম্পন্ন হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

এরই মধ্যে সুন্দরবনসহ দেশের পশ্চিম উপকূলের জলদস্যু মাস্টার বাহিনীর সদস্যরা স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহ প্রকাশ করেছে।

স্থানীয় সূত্র মতে, পশ্চিম উপকূল, বঙ্গোপসাগর ও সুন্দরবনের বিভিন্ন নদ-নদী এবং খালে দস্যুতার সাথে সম্পৃক্ত এ বাহিনীর অন্তত ৫০ জনের অধিক সদস্য। যাদের হাতে রয়েছে ছোট-বড় বিভিন্ন ধরনের প্রায় সমপরিমাণের অস্ত্র।

আইনশৃংখলা বাহিনী সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে থেকেই মাস্টার বাহিনী আত্মসমপণ করতে চাইছিল। এ বিষয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করে। বর্তমানে এ বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে মজিদ ওরফে কাদের মাস্টার।

র‌্যাবের তথ্য অনুযায়ী, দেশের পশ্চিম উপকূল এবং সুন্দরবনের জেলে, বাওয়ালী, মৌয়ালদের ত্রাস দস্যু মাস্টার বাহিনী। নৌকা ও জালের হিসাব করে, এদের নির্ধারিত হারে চাঁদা দেন ব্যবসায়ীরা। অপহরণ, মুক্তিপণ আদায় সহ বিভিন্ন অপরাধের জড়িত বাহিনীর সদস্যরা।

আত্মসমর্পণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করে বিষয়টি সম্পর্কে সবাইকে অবহিত করবেন বলে র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আত্মসমর্পণের পর তাদের আইনের কাছে সোপর্দ করার জন্য স্থানীয় পুলিশও বিশেষ ব্যবস্থা নিয়েছে।

সব আইনী প্রক্রিয়া শেষ করে দস্যুরা আবারও সমাজে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়।শনিবার রাতে সাংবাদিকদের কাছে এমনটাই বলেছেন তারা।

আত্মসমর্পণ অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ,  র‌্যাব-৮ ও র‌্যাব-৬ এর অধিনায়ক (সিও)সহ বাগেরহাটের স্থানীয় প্রশাসনের উর্ধতনদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এএইচ/এসআই/বিআই/২৮ মে, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ