প্রচ্ছদ / খবর / মংলায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মংলায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের মংলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও বরফ তৈরির অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে মংলা বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আলী প্রিন্স ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ড দেন।

ইউএনও জানান, অভিযান চলাকালে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মংলা শহরের সুমন আইস ফ্যাক্টরি, মদিনা বেকারি ও বনফুল ঘোষ ডেইরিকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জারিমান করা হয়েছে।

এসময় নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম ও মানের বিষয়ে মংলা শহরের মুদি, কাঁচাবাজার, হোটেল, বরফ কলসহ বাজারের ব্যবসায়িদের সতর্ক করেন।

এএইচএস/এসআই/বিআই/১৬ জুন, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ