হরতালের ২য় দিনেও গতকালের ন্যায় সকালে ১৮ দলের উদ্যোগে জেলা প্রসাশকের ভবনের সামনে থেকে একটি মিছিল শুরু হয়।
মিছিলটি দশানী হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা বিএনপির সভাপতি এম এ সালামসহ ১৮ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সকাল ৮টায় নতুন কোর্টের সামনে খুলনা-বাগেরহাট মহাসড়কে জেলা মহিলা দল যানবাহন চলাচলে বাধাঁ সৃষ্টি করে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় সড়কে অবস্থান নিয়ে পিকেটিং করে ১৮ দলের নেতাকর্মীরা।
হরতালে সকাল থেকে মহাসড়ক ও আন্তঃরুটে যানবাহন চলাচল লক্ষ করা যায়নি। বেলা বাড়ার সাথে সাথে কিছু ইজিবাইক, টেম্পু ও রিকসাচলাচল করেছে। তবে দূরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি।
হরতালে যেকোন নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন, বাগেরহাটে পুলিশ সুপার খোন্দকার রফিকুল ইসলাম।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More