প্রচ্ছদ / খবর / বাগেরহাট পৌরসভার বাজেট ঘোষণা

বাগেরহাট পৌরসভার বাজেট ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

Bagerhat-Municipality-Powroshovaবাগেরহাট পৌরসভার ১০৮ কোটি ১৩ লাখ ৪৭ হাজার ৩২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৭ জুন) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে ২০১৬-২০১৭ অর্থ বছরের এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র খান হাবিবুর রহমান।

এসময় বাগেরহাট পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিক এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাজেটে পৌর শহরের উন্নয়ন, পয়ঃনিষ্কাশন, পরিষ্কার-পরিচ্ছন্ন, সড়ক উন্নয়ন, ড্রেন নির্মাণ, পানি সরবারাহ, বৃক্ষ রোপন, বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, খেলাখুলার ব্যবস্থাসহ নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের জন্য আসছে ২০১৬-১৭ অর্থ বছরে ৯৭ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৫শ ২ টাকার উন্নয়ন বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া ১০ কোটি ৭২ লাখ ৯৫ হাজার ৫শ ৩০ টাকা রাজস্ব বাজেট নির্ধারণ করা হয়েছে।

এসএইচ/এসআই/বিআই/২৭ জুন, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ