প্রচ্ছদ / খবর / গুলশানে নিহতদের স্মরণে বাগেরহাটে মোমবাতি প্রজ্জ্বলন

গুলশানে নিহতদের স্মরণে বাগেরহাটে মোমবাতি প্রজ্জ্বলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

Bagerhat-pic-1(04-07-2016)গুলশান হামলায় নিহতদের স্মরণে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।

সোমবার (৪ জুলাই) রাত সোয়া ৮ টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাগেরহাট শাখা শহীদ মিনারে এ কর্মসূচি পালন করে।

শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ওই হামলার ঘটনায় বাংলাদেশ ছাড়াও জাপান, ইতালি ও ভারতের মতো বন্ধু দেশের নাগরিকদের হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় মোমবাতি হাতে নিয়ে কাপুরোষিত বর্বর এ হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়।

এর আগে দেশব্যাপী জঙ্গী ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সকালে বাগেরহাট শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।

বৃষ্টি উপেক্ষা করে মিছিলটি লঞ্চঘাট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে রেলরোড়স্থ জেলা আওয়ামীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এসএইচ/এসআই/বিআই/০৪ জুলাই, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ