প্রচ্ছদ / খবর / বৃষ্টি-জোয়ার জলে বাগেরহাট প্লাবিত

বৃষ্টি-জোয়ার জলে বাগেরহাট প্লাবিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে বাগেরহাট পৌর শহরসহ জেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। জলাবদ্ধতার তীব্র জনদুর্ভোগে পড়েছে বাগেরহাটবাসী।

রোববার (২১আগস্ট) ভোর থেকে টানা বৃষ্টিতে বিঘ্নিত হচ্ছে মংলা বন্দরে জাহাজে পণ্য উঠানামার কাজ।

বাগেরহাট পৌরসভায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই নিচু এলাকা প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে অভিযোগ পৌরসভার বাসিন্দাদের।

টানা বৃষ্টিতে বাগেরহাট পৌরসভার বাসাবাটি, খারদ্বার, সাহাপাড়া, মিঠাপুকুরপাড়, পিসি কলেজ, মেইনরোড, সাধনার মোড়, রাহাতের মোড়, থানার মোড়, কাজী নজরুল ইসলাম সড়ক, পুরাতন বাজার, দাসপাড়ার মোড়, রেলরোড, পোষ্ট অফিসসহ প্রায় সকল এলাকা পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। শহরের প্রধান সড়কসহ অনেক এলাকায় হাটু পানি জমেছে।

এছাড়া জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, মংলা ও রামপাল উপজেলার নিন্মাঞ্চল বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মংলা বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপক (ট্রাফিক) আব্দুস সালাম বলেন, বন্দরে বর্তমানে সাতটি জাহাজ অবস্থান করছে। প্রবল বৃষ্টিতে জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজে বিঘ্ন ঘটছে।

এদিকে বৃষ্টির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে জেলা শহরসহ বাগেরহাটের অধিকাংশ এলাকা।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আফতাব উদ্দিন বলেন, রোববার বিকালের টানা বৃষ্টিতে জেলার নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ধানের বীজ তলা, পানসহ ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সোমবার সকালে রেকর্ড দেখে ছাড়া বলা যাচ্ছেনা।

এস/বিএইচ/এসআই/বিআই/২১ আগস্ট, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ