ফকিরহাট সংবাদদাতা । বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের ফকিরহাটে মাহেন্দ্র (থ্রি-হুইলার) উল্টে হাসান আকোন (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে ফকিরহাট উপজেলার বারাশিযা এলাকায় পুরাতন রূপসা-বাগেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাসান আকোন জেলার শরনখোলা উপজেলার রায়েন্দা এলাকার আব্দুল মান্নান আকনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ফকিরহাট থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাহেন্দ্র ফকিরহাট উপজেলার বারাশিয়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে। এসময় মাহেন্দ্রটি উল্টে গেলে হাসান আকোন গুরুত্বর আহত হন।
পরে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত তাকে মৃত বলে ঘোষণা করেন।
এফবি/এসআই/বিআই/০৮ সেপ্টেম্বর, ২০১৬
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More