স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে মাদক সেবনের দায়ে এক শৈল্য চিকিৎসকে (দন্ত) ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
এদিকে লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি এবং অননুমোদিত ওষুধ মজুদ ও বিক্রির দায়ে দুটি দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
বুধবার (৫ অক্টোবর) দুপুরে বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী এই দন্ড ও জরিমানা করেন।
দন্ডপ্রাপ্ত রবিউল হোসেন লাভলু (৪০) বাগেরহাটের সোনাতলা এলাকার প্রয়াত মকবুল হোসেনের ছেলে। তিনি শহরের ডাকবাংলো এলাকার নাজু ডেন্টাল কেয়ার নামে একটি দন্ত চিকিৎসা কেন্দ্রের পরিচালক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ জানান, দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধের দোকান পরিচালনা এবং অননুমোদিত ওষুধ মজুদ ও বিক্রি দায়ে দুটি দোকানকে ড্রাগ আইন ১৯৪০ অনুযায়ী ১০ হাজার ও ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, অভিযান চলাকালে ডাকবাংলো এলাকার নাজু ডেন্টাল কেয়ারের লাভলু নামে এক ব্যক্তিকে ইয়াবা সেবন করার সময় হাতেনাতে আটক করা হয়।
পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ অনুযায়ী ওই ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে পাঠায় ভ্রাম্যমান আদালত।
এইচ/এসআই/বিআই/০৫ অক্টোবর, ২০১৬
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More