উপজেলা করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের এক কিশোরীকে কাজের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে স্টিমারে তুলে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৪ অক্টোবর) মোরেলগঞ্জ থেকে ঢাকাগামী স্টিমার ‘বাঙ্গালী’র একটি কেবিনে এ ধর্ষণের ঘটনা ঘটে।
ঘটনার তিন দিন পর সোমবার (১৭ অক্টোবর) রাতে কিশোরীর বড় ভাই বাদি হয়ে ধর্ষক বাবু মোল্লার (২২) বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
বাবু মোল্লা উপজেলার মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী গ্রামের গনি মোল্লার ছেলে।
মোরলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, বারইখালী গ্রামের বাবু মোল্লা একই গ্রামের এক কিশোরীকে ঢাকায় তার বোনের বাসায় কাজ দেওয়ার কথা বলে শুক্রবারে স্টিমারে করে ঢাকায় রওনা দেয়। স্টিমারটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর মা হারা ওই কিশোরীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে একাধিক বার ধর্ষণ করে বাবু।
এতে মেয়েটি গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে।
‘ঢাকায় তার বোনের বাসায় নিয়ে গেলেও অসুস্থ হওয়ায় দু’দিন পর বাবু মোল্লা ওই কিশোরীকে তার বাবার বাড়ির সামনে রেখে পালিয়ে যায়।’
মামলার বরাত দিয়ে ওসি আরও বলেন, কয়েকদফা ধর্ষণের কারনে মেয়েটি গুরুতর অসুস্থ হওয়ায় এবং স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে না পারায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তখন ধর্ষণের ঘটনায় মামলা না হওয়ায় চিকিৎসকের পরামর্শে ওই কিশোরীকে নিয়ে তার ভাই থানায় আসেন।
মামলা দায়েরের পর পুলিশ ওই রাতে মেয়েটিকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে ধর্ষক বাবু মোল্লা। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।
এইচ/এসআই/বিআই/১৮ অক্টোবর, ২০১৬
অপরাধ, আইন ও আদালত
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More