স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মোল্লাহাটে দশম শ্রেণি পডুয়া এক মাদ্রাসাছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ধর্ষণের পর ইন্টানেটে ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই ছাত্রী মোল্লাহাট থানায় একটি মামলা দায়ের করেছে।
তবে শুক্রবার (২১ অক্টোবর) রাত পর্যন্ত পুলিশ মামলার আসামি সবুজ সরদারকে (২২) গ্রেপ্তার করতে পারেনি।
অভিযুক্ত সবুজ সরদার মোল্লাহাট উপজেলার কুলিয়া গ্রামের জরিন সরদারের ছেলে।
মামলার বরাত দিয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহম্মদ খায়রুল আনাম জানান, স্থানীয় একটি আলীয়া মাদ্রাসার এক দাখিল পরীক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সবুজ। ওই সম্পর্কের সূত্রধরে সম্প্রতি বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে মেয়েটিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে।
‘এরপর থেকে ওই ছাত্রী বিয়ের জন্য সবুজকে চাপ দিতে থাকলে সে ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেয়।’
বিষয়টি পরিবারের নজরে আসার পর বৃহস্পতিবার ওই ছাত্রী বাদি হয়ে ২০১২ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ (১) এবং পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮ (৩) ধারায় সবুজের বিরুদ্ধে থানায় একটি মামলা করে।
তিনি বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত সবুজ সরদার পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
শনিবার বাগেরহাট সদর হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষা করানো হবে বলে জানান ওসি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More