প্রচ্ছদ / আরও... / বাগেরহাটে রোভারের ‘মেট কোর্স’ শুরু

বাগেরহাটে রোভারের ‘মেট কোর্স’ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

bagerhat-pic123-10-2016বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে বাগেরহাট জেলা রোভার স্কাউটসের ১০ম মেট কোর্স শুরু হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) থেকে বাগেরহাট জেলা রোভার কার্যালয় প্রাঙ্গণে ৫ দিনব্যাপি এ কোর্স শুরু হয়েছে।

বিকালে মেট কোর্সের উদ্বোধনী ক্রু মিটিং-এ আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন কোর্স পরিচালক ও জেলা রোভার স্কাউট লিডার আলীম আল রেজা শোভন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাগেরহাট জেলা রোভার স্কাউটের কমিশনার প্রোফেসর সেখ বুলবুল কবীর, সহকারী কমিশনার রেবেকা সুলনা, সরকারি পিসি কলেজের সিনিয়ার রোভার মেট মো. সোহানুর রহমান প্রমুখ।

জেলা রোভারের ব্যবস্থাপনায় শুরু হওয়া ১০ম জেলা রোভার মেট কোর্সে বাগেরহাটের ২০টি কলেজ থেকে অর্ধশত রোভার ও গার্ল ইন রোভার অংশগ্রহণ করছে। কোর্সে রোভার স্কাউট দল পরিচালনার কৌশল, নেতৃত্ব দেয়ার পদ্ধতিসহ স্কাউটিং আন্দোলন ও কার্যক্রমের বিভিন্ন বিষয়ে বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) তাবু জলসার মধ্য দিয়ে ৫ দিনব্যাপি মেট কোর্স শেষ হবে।

এইচ/এসআই/বিআই/২৩ অক্টোবর, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ