প্রচ্ছদ / খবর / জেডিসি পরীক্ষায় সহায়তার দায়ে শিক্ষকের কারাদণ্ড

জেডিসি পরীক্ষায় সহায়তার দায়ে শিক্ষকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

bagerhat-district-mapবাগেরহাটের মোরেলগঞ্জে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় নকলে সহযোগীতার দায়ে এক মাদ্রাসা শিক্ষকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বহি:স্কার করা হয়েছে নকল গ্রহণকারী এক পরীক্ষার্থীকেও।

মঙ্গলবার (১ নভেম্বর) প্রথম দিনে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ওবায়দুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ঐ শিক্ষককে এ দন্ড দেন।

দন্ডপ্রাপ্ত হাবিবুর রহমান মোরেলগঞ্জ উপজেলার বিএস ওয়াহেজিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।

ইউএনও মুহাম্মদ ওবায়দুর রহমান বলেন, জেডিসি পরীক্ষার প্রথম দিনে কোরআন পরীক্ষা ছিলো। বেলা ১২টার দিকে উপজেলার রওশনারা মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্র পরিদর্শন করছিলাম। এ সময় সোরগোর শুনে ২৮নং কক্ষে গেলে হাবিবুর রহমান নামে এক শিক্ষককে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উত্তর বলে দিতে দেখি।

এসময় নকলে সহযোগীতা করার অভিযোগে তাকে হাতেনাতে আটক করা হয়।

তিনি ওই কলেজ কেন্দ্রের ২৭ নং কক্ষে পরীক্ষা পরিদর্শকের দায়ীত্বে থাকলেও পার্শ্ববর্তি ২৮ নং কক্ষে গিয়ে নিজ মাদ্রাসার ছাত্রী আয়শা আকতারকে সহযোগীতা করছিলেন। নকলে সহযোগীতা করা ও পরীক্ষার পরিবেশ নষ্ট করার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই শিক্ষককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং মাদ্রাসার ছাত্রী আয়শা আকতারকে বহিষ্কার করা হয়েছে।

বিকালে পুলিশের মাধ্যমে ওই শিক্ষককে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এইচ/এসআই/বিআই/১ নভেম্বর, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ