আগামীকাল ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস।

গণতান্ত্রিক অধিকারের দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৭১ সালের এই দিনে সূচিত হয়েছিল এক দীর্ঘ ও রক্তক্ষয়ী জনযুদ্ধের, নয় মাস পর যার অবসান ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে। ৪২তম স্বাধীনতা দিবসে উৎযাপনের জন্য সারা দেশের মতো প্রস্তুত বাগেরহাট বাসিও।
সকালে জেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠান শহরের দশানী সস্থ ‘মহান মুক্তিযুদ্ধের শহীদের স্মরণে’ নির্মিত সৌধ ও মুক্তিযুদ্ধে নিহত জেলার শহীদের নামফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানর মধ্যদিয়ে দিনটি শুরু করবে।

এর পর জেলা স্টেডিয়ামে হবে কুচকাওয়াজ। তাছাড়া নানা সামাজিক, রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠার দিনটি উপলক্ষে নানা কর্মসুচি হাতে নিয়েছে।
এদিকে প্রায় শেষের পথে সকল প্রস্তুতি, সৌধ ও মুক্তিযুদ্ধে নিহত জেলার শহীদের নামফল ধুয়ে মুছে পরিস্কার-পরিচ্ছন্ন করা কাজ চলছে। সৈন্দর্য বর্ধণ ও পরিচ্ছন্ন কর্মীদের সাথে কথা বলে জানা গেছে সন্ধার মধ্যে তারা সকল কাজ শেষ করবেন।
তাছাড়া জেলা স্টেডিয়ামও কুচকাওয়াজের জন্য প্রায় তৈরি বলে বাগেরহাট ইনফোকে জানন সেখান কার দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিরা।
:: ইনজামামুল হক, বাগেরহাট ।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More