চাঁদা না দেওয়ায় সুন্দরবনের সাতক্ষীরা জেলার তালপট্টি এলাকায় রায়মঙ্গল নদীতে ভারতীয় জলদস্যুরা মামুন নামের এক জেলেকে জবাই করে হত্যা করেছে।
হত্যার পর ওই জেলের লাশ নদীতে ফেলে দিয়ে তার মাছ ধরার ট্রলারসহ ট্রলারে থাকা ৩ জেলেকেও জিম্মি করে নিয়ে যায় দস্যুরা।
প্রত্যক্ষদর্শী জেলে ও নিহত মামুনের সঙ্গে থাকা ফিরে আসা অপর জেলেরা জানান, রবিবার বিকেলে রায়মঙ্গল নদীতে মাছ ধরার সময় ভারতীয় জলদস্যু কানাই বাহিনী মামুনের কাছে নগদ পাঁচ লাখ টাকা চাঁদা চায়। মামুন চাদা দিতে অস্বীকার করলে দস্যুরা মামুনকে একটি ধারালে অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। পরে লাশ পানিতে ফেলে দিয়ে ট্রলারে থাকা তিন জেলেকে ধরে নিয়ে যায়।
মামুনের ট্রলারের ওই তিন জেলে এখন পর্যন্ত দস্যুদের কাছে জিম্মি রয়েছে বলে ফিরে আসা জেলেরা জানান। এ ঘটনার পর অন্যান্য জেলেরাও সেখান থেকে ভয়ে পালিয়ে আসেন বলে জানায় জেলেরা। নিহত জেলে মামুন গাজীর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি গ্রামে।
এ বিষয়ে দুবলা ফিসারম্যান গ্রুপের চেয়ারম্যান মেজর (অব:) জিয়া উদ্দিন আহমেদ জানিয়েছেন, শুধু সুন্দরবনের রায়মঙ্গল নয়, বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ভারতীয় জেলে ও দস্যুরা প্রবেশ করে বাংলাদেশী জেলেদের উপর হামলা, লুটপাট চালানোর পাশাপাশি এ দেশের জেলেদের হত্যা করছে।
তিনি আরো বলেন, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় মাছ বেশি থাকায় ভারতীয় জেলে ও দস্যুরা এ দেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে সমস্ত লুটে নিচ্ছে।
তবে এ ব্যাপারে এখনও প্রশাসনের কোন কোন ভাষ্য পাওয়া যায়নি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More