স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে শুরু হয়েছে তৃতীয় শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্ট।
মঙ্গলবার (১৭ জনুয়ারি) বিকেলে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে (প্রাক্তণ বাগেরহাট স্টেডিয়াম) টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডা. বীরেন শিকদার।
উদ্বোধনী খেলায় গোপালগঞ্জ আবহাওয়ানী ক্রীড়া চক্র ১-০ গোলে পরাজিত করেছে সাতক্ষীরা জেলা ফুটবল দলকে।
বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্টে ঢাকাসহ বিভিন্ন জেলার মোট ১১টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেপী বড়াল, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান।
টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি।
এর আগে, ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী বলেন, বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ক্রীড়া মন্ত্রণালয় বাগেরহাট জেলা স্টেডিয়ামকে বঙ্গবন্ধুর ভাতিজা বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নামে নামকরণ করেছে।
স্টেডিয়ামটির সম্প্রসারণ ও উন্নয়ন কাজে এরই মধ্যে প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয় করা হয়েছে। নির্মিত হয়েছে নতুন প্যাভেলিয়ন ও গ্যালারি।
এইচ/এসআই/বিআই/১৭ জানুয়ারি, ২০১৭
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More