স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে মাদক সেবন, সংরক্ষণ ও বিক্রির দায়ে সুমন শেখ (২৫) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৯ জানুয়ারি) বিকালে বাগেরহাট সদর উপজেলার চরগ্রামে গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসেবনরত অবস্থায় গ্রেপ্তার করা করে।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত সুমন শেখ সদর উপজেলার চরগ্রাম গ্রামের আলতাফ শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাজিম উদ্দিন বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, চরগ্রাম নামক গ্রামে অভিযান চালিয়ে সুমন শেখকে গাঁজাসেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাসি করে দশটি গাঁজার বিড়ি পাওয়া যায়। সুমন নিজে গাঁজাসেবক করে এবং তা স্থানীয়দের কাছে বিক্রি করে থাকে বলে ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকারোক্তি দেন।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। দণ্ড পাওয়া সুমনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এজি/এসআই/বিআই/২৯ জানুয়ারি, ২০১৭
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More