বাগেরহাটের রামপাল উপজেলায় নদীর চরে খাস খাস জমি দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত-২ গুরুতর আহত হয়েছে।
রামপালের দাউদখালী নদীর চরে খাস জায়গা দখলকে কেন্দ্র করে শ্রীফলতলায় দু’দলের সংঘর্ষে আন্তত ২ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, শ্রীফলতলা গ্রামের শহর আলী শেখের পুত্র ফজলুর রহমান (৪৮) ও তার পুত্র ছাত্রলীগ নেতা শেখ রফিকুল ইসলাম (২৫) আহতদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি ঘটলে আহত রফিককে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। আহত রফিকের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তাকে আই.সি.ইউ. তে রাখা হয়েছে বলে তার পারিবারিক সুত্র জানায়।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More