প্রচ্ছদ / খবর / যাত্রী নিয়ে চিংড়ি ঘেরে বাস!

যাত্রী নিয়ে চিংড়ি ঘেরে বাস!

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

গভীর রাতে যাত্রী নিয়ে চিংড়ি ঘেরে নেমে গেল বাস। অবস্থা বেগতিক বুঝে বাসের চালক ও সুপারভাইজার লাপাত্তা।

বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রায় ২৫ জন যাত্রী নিয়ে ফাল্গুনী পরিবহনের বাসটি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মোল্লার রাস্তা নামক এলাকায় সড়কের পাশের একটি চিংড়ি ঘেরে পড়ে যায়। তবে দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি বাস বাগেরহাটের শরণখোলার উদ্দেশে যাচ্ছিল। পথে উপজেলার মোল্লার রাস্তা নামক এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মৎস্য ঘেরে পড়ে যায়।

Image may contain: one or more people, outdoor and natureখবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট যাত্রীদের উদ্ধার করে। তবে দুর্ঘটনায় কেউ গুরুতর আহন হননি।

ফাল্গুনী পরিবহনের মোরেলগঞ্জ কাউন্টারের পরিচালক মো. আব্দুর রব বলেন, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে পড়ে যায়।

তবে ওই বাস যাত্রীদের বরাত দিয়ে স্থানীয়রা বলেন, সড়কের বাঁক ঘোরার সময় অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়।

একই সড়কে বৃহস্পতিবার সকালে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়।

এমআরএম//এসআই/বিআই/০২ জুন, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ