প্রচ্ছদ / খবর / সুন্দরবনে সিমেন্টের কাঁচামাল বোঝাই কার্গোডুবি

সুন্দরবনে সিমেন্টের কাঁচামাল বোঝাই কার্গোডুবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় ৮২৫ টন সিমেন্ট তৈরির কাঁচামাল-‘স্ল্যাগ (slug)’ নিয়ে একটি কার্গো ডুবে গেছে।

রোববার (৪ জুন) রাতে মংলা বন্দরের পশুর নদীর হারবাড়িয়া চ্যানেলে ‘এমভি সেবা’ নামের স্ল্যাগ বোঝাই কার্গোটি তলা ফেটে ডুবে যায়। তবে এতে বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার মো. ওয়ালিউল্লাহ বলেন, ডুবে যাওয়া কার্গোটিতে ৮২৫ টন স্যালাগ ছিল। এটি সিমেন্ট তৈরির কাঁচামাল বিশেষ।

‘খুলনার সুং সিং নামের একটি সিমেন্ট প্রস্তুতকারী কারখানা চীন থেকে এই স্যালাগ আমদানি করে।’

স্লাগ আমদানিকার প্রতিষ্ঠান মেসার্স সি লিফট স্টিভিডরস্ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশনস্) দিপক বিশ্বাস বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, খুলনার মেসার্স জামান এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে মাল পরিবহণ করতে নিয়োগ দেওয়া হয়। তারা হারবাড়িয়ায় পৌছে জাহাজ থেকে কাঁচামাল কার্গোতে তোলার সময় কার্গোটির তলাফেটে পানিতে তলিয়ে যায়। কার্গোটি তোলার চেষ্টা চলছে।

হারবার মাস্টার বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, গত ২৭ মে সাইপ্রাসের পতাকাবাহি এ্যাটাকি এসবি (Attiki Sb) নামের জাহাজটি মংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় অবস্থান নেয়। রোববার রাতে ওই জাহাজ থেকে মাল নামিয়ে ‘এমভি সেবা’ নামের কার্গোয় তোলার সময় এর তলা ফেটে পানিতে তলিয়ে যায়।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া কার্গোটি তুলে নিতে পরিবহন কাজে নিয়োজিত খুলনার মেসার্স জামান এন্টারপ্রাইজকে নির্দেশ দেওয়া হয়েছে।

কার্গো ডুবিতে মংলা বন্দরের জাহাজ চলাচলে কোন সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি।

এজি//এসআই/বিআই/৫ জুন, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ