প্রচ্ছদ / খবর / ফুটপাত দখল : মংলায় ১০ প্রতিষ্ঠানের জরিমানা

ফুটপাত দখল : মংলায় ১০ প্রতিষ্ঠানের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের মংলায় ফুটপাত দখল করে ব্যবসা ও ভেজাল খাদ্য বিক্রির দায়ে ১০টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ জুন) মংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে আদালত। এসময় জব্দ করা হয় শহরের শেখ আব্দুল হাই রোড, তাজমহল রোড, চাবাজার ও মাছবাজারে ফুটপাত দখল করে রাখা মালামাল।

মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মিয়া এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, পবিত্র রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মঙ্গলবার শহরে অভিযান পরিচালনা করা হয়। এসময়ে ফুটপাত দখল করে রাখা মালামাল জব্দ এবং দখল করে সাধারণ মানুষের যাতায়াতে বাধা সৃষ্টি করায় প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়েছে।

এছাড়া দোকানে পণ্যের মূল্য তালিকা না টানানো, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী বিক্রি দায়ে জরিমান করা হয়।

এরআগে ফুটপাত দখলমুক্ত ও বাজারে মূল্য তালিকা টানানোর জন্য একাধিকবার মাইকিং করে সতর্ক করা হয় বলে জানান তিনি।

এইচ//এসআই/বিআই/১৩ জুন, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ