স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জুন) বিকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বাগেরহাট সার্কেল এ আয়োজন করে।
এ উপলক্ষ্যে বাগেরহাটের খানজাহান আলী ডিগ্রি কলেজ থেকে একটি র্যালি বের করা হয়। খুলনা-বাগেরহাট মহাসড়ক হয়ে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও মোটরযান চালক, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যাণ্যের মধ্যে বক্তব্য দেন- জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন অরুণ চন্দ্র মন্ডল, বিআরটিএ’র খুলনা সার্কেলের উপ-পরিচালক মো. জিয়াউর রহমান, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ প্রমুখ।
এইচ//এসআই/বিআই/১৪ জুন, ২০১৭
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More