প্রচ্ছদ / খবর / বাগেরহাটে পুলিশ কর্মকর্তার বাসা চুরি

বাগেরহাটে পুলিশ কর্মকর্তার বাসা চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটে ট্রাফিক পুলিশের এক পরিদর্শকের বাসার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (৮ জুলাই) ভোররাতে চোরেরা জানালার গ্রিল কেটে শহরের সরুই এলাকার ওই পুলিশ কর্মকর্তার বাসায় ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।

চুরি হওয়া সরুই এলাকার ওই ভাড়া বাসায় বাগেরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) মনজুরুল হাসান তার স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন। সকালে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্ষন করেছে।

পুলিশ কর্মকর্তা মনজুরুল হাসান বলেন, সরুই এলাকার তিনতলা বাড়িটির দোতালায় পরিবার নিয়ে আমি ভাড়া থাকি। প্রতিদিনের মতো শুক্রবার রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে উঠে পুরো ঘর তছনছ অবস্থায় দেখতে পাই।

‘চোরেরা চেতনানাশক স্প্রে করে গ্রিল কেটে ঘরে ঢুকে আলমারিসহ অন্যান্য মালামাল তসনস করে। তারা আলমারিতে থাকা আমার স্ত্রীর আড়াই ভরি সোনার গহনা, নগদ ৪০ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন নিয়ে গেছে।’

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। মোবাইল ফোন চুরি হয়েছে; আমরা ফোন ট্রাকিং-এর মাধ্যমে জড়িতদের ধরতে চেষ্টা করছি।

এইচ//এসআই/বিআই/০৮ জুলাই, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ