প্রচ্ছদ / খবর / বাগেরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বাগেরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

‘জনগণের মতায়ন, জাতির উন্নয়ন’ এই প্রতিপাদ্যে বাগেরহাটে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্য দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১১ জুলাই) সকালে বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশন এসি লাহা মিলনায়ত থেকে একটি বণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে এসি লাহা মিলনায়তে বিশ্ব জনসংখ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. শাফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল, অধ্যাপক মোজাফ্ফর হোসেন প্রমুখ।

এইচ//এসআই/বিআই/১১ জুলাই, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ