প্রচ্ছদ / খবর / ১ লাখ ৬৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

১ লাখ ৬৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

৫ আগস্ট জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে বাগেরহাট জেলার ১ লাখ ৬৪ হাজার ৫৬৯ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক কর্মশালায় সিভিল সার্জন ডা. অরুন চন্দ্র মন্ডল এ তথ্য জানান।

জেলায় কর্মতর সাংবাদিকদের নিয়ে আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালায় তিনি বলেন, ওই দিনে জেলার ৯টি উপজেলা ও দুটি পৌর এলাকার এক হাজার ৯৮২টি টিকাদান কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১ লাখ ৬৪ হাজার ৫৬৯ শিশুর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৭ হাজার ৮৫৯ জনকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪৬ হাজার ৭১০ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

Image may contain: 1 person, sittingকর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহীন হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসী, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দার প্রমুখ।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ৫ আগষ্ট সকাল ৮টা থেকে বিকেল ৮টা পর্যন্ত এই কার্যক্রমে ৫ হাজার ৯৪৬ জন সেচ্ছা সেবক ও মাঠ কর্মী কাজ করবেন।

এইচ//এসআই/বিআই/০৩ আগস্ট, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ