প্রচ্ছদ / খবর / পাচারকালে সুন্দরী কাঠ বোঝাই ট্রলার জব্দ

পাচারকালে সুন্দরী কাঠ বোঝাই ট্রলার জব্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

সুন্দরবন থেকে পাচারকালে বাগেরহাটের শরণখোলায় সুন্দরী কাঠ বোঝাই একটি ট্রলার জব্দ করেছে বন বিভাগ।

রবিবার (১৩ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশন সংলগ্ন বলেশ্বর নদীর ‘মাঝের চর’ এলাকা থেকে ট্রলারটি আটক করে।

বন বিভাগ জানায়, ট্রলারটি ফেলে কাঠ পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

সুন্দরবনের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, রোববার রাতে বলেশ্বর নদীতে টহলের সময়ে একটি ট্রলারকে সন্দেহ হলে থামতে বলে বনরক্ষীরা। এসময় ট্রলারটি না থামিয়ে দ্রুত সুপতি স্টেশনের অন্তরগত বলেশ্বর নদীর ‘মাঝের চরে’র দিকে রওনা করে।

‘টহলরত বনরক্ষীরা তাদের ধাওয়া করলে মাঝের চরে ট্রলারটি রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ট্রলারটি জব্দ করে জ্ঞানপাড়া ফাঁড়িতে নিয়ে আসা হয়।’

জব্দকৃত ট্রলারটিতে ৫৬টি লগে ২০০ ঘটফুট সুন্দরী কাঠ ছিল জানিয়ে কামরুজ্জামান বলেন, এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এরআগে গত শুক্রবার বলেশ্বর নদীর কালিয়ার খাল থেকে ৯৪ টি কর্তন নিষিদ্ধ সুন্দরী গাছের লগসহ একটি ট্রলার জব্দ করেছিল বনবিভাগ। সে সময়ও কাউকে আটক করতে পারেনি তারা।

এইচ//এসআই/বিআই/১৪ আগস্ট, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ