স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটে শারীরিক প্রতিবন্ধী সৎ দাদাকে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত জাহিদ শেখ (৩৮) বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের দক্ষিণ সন্নাসী গ্রামের মোকাম্মেল শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি জাহিদকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।
মামলার বিবরণে বলা হয়, ওই গ্রামের আব্দুল খালেক শেখ (৫৯) শারীরিক প্রতিবন্ধী হওয়ায় প্রতিমাসে সরকারি ভাতা পেতেন। সেই ভাতার টাকা জাহিদের হাতে হাতে তুলে দিতেন খালেক।
এক পর্যায়ে খালেক ওই টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় জাহিদ তাকে হত্যার হুমকি দেন। এর জেরে ২০১৪ সালে ৩১ মে সন্ধ্যায় খালেকের বাড়িতে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান জাহিদ।
মামলার বরাত দিয়ে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সীতা রানী দেবনাথ বলেন, ঘটনার পরদিন খালেকের ছেলে আলী আকবর শেখ বাদী হয়ে জাহিদের বিরুদ্ধে রামপাল থানায় হত্যা মামলা দায়ের করেন। তিনদিন পর পুলিশ ঢাকা থেকে জাহিদকে গ্রেপ্তার করে।
পরে জাহিদ হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন।
তদন্ত শেষে রামপাল থানার তৎকালীন এসআই মো.ইমারত আলী ওই বছরের ২০ অগাস্ট জাহিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে তার বিচার শুরু হয়।
এজি//এসআই/বিআই/২৬ অক্টোবর, ২০১৭
ট্যাগ: আইন ও আদালত, রায়
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More