প্রচ্ছদ / খবর / বাগেরহাটে বাল্যবিয়ে নিরোধ আইন বিষয়ক কর্মশালা

বাগেরহাটে বাল্যবিয়ে নিরোধ আইন বিষয়ক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটে বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় ইমাম, বিবাহ নিবন্ধক, প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষক, আইনজীবী, শিক্ষার্থীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাগেরহাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোজাফফর হোসেন বলেন, বাল্যবিয়ের প্রবণতা বেশি গ্রামে। মেয়েদের বয়স ১২-১৩ বছর হলেই গ্রামের অবিভাবকরা উদ্বিগ্ন হয়ে ওঠে। বখাটে ছেলেরা এসব মেয়েদের পথেঘাটে উত্যক্ত করে। তারা এক ধরনের সামজিক নিরাপত্তাহীনতায় পড়ে।

অসচেতন অবিভাবকরা মেয়েদের দ্রুত বিয়ে দিয়ে থাকেন। বাল্যবিয়ে ব্যাধি। তাই যেকোন মূল্যে সামাজিক থেকে বাল্যবিয়ে প্রতিহত করতে হবে।

বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে আইন আরও যুগপোযুগি হয়েছে। বর্তমানে বাল্যবিয়ে প্রতিরোধে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রতিরোধ কমিটি কাজ করছে। বাল্যবিয়ে বন্ধে ইমাম, বিবাহ নিবন্ধক, শিক্ষকসহ সবাইকে সচেতন স্ব স্ব দায়িত্বে থেকে আরও মনযোগি হতে হবে।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসানের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইউনিসেফ এর মূখ্য মাঠ কর্মকর্তা (খুলনা) মো. কফিল উদ্দিন, শিশু সুরক্ষা কর্মকর্তা (খুলনা) জামিল হোসেন প্রমুখ।

এইচ//এসআই/বিআই/২৯ নভেম্বর, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ