শেখ শাহানশাহ শোহান
বাগেরহাটের জেলার শরনখোলা উপজেলার উত্তার তাফালবাড়ি গ্রামের লুৎফর পাহলানের ছেলে আরিফ পাহলান(২০) নামের ১ যুবক শনিবার রাতে গলায় ফাস দিয়ে আত্ম হত্যা করে।
পারিবারিক সূত্রে জানাযায়, শনিবার রাতে বাড়ির পাশের বাগানে তেতুল গাছের সাথে গলায় রষি দিয়ে আত্ম হত্যার চেষ্টা চালায় সে। এ সময় প্রতিবেশিরা তার গোংরানী শুনে তাকে উদ্ধার করে শরনখোলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায় কিন্তু স্বাস্থ কমপ্লেক্সে পৌছালে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More
মাননীয় এডিটর ভাই,
বাগেরহাটের মানুষ আত্মহত্যা ভালো পারে এইডা জানানোর চেয়ে পারলে কিছূ গঠনমূলক খবর দেন।
শুনতে ভালো শুনায় আর আমাদের গর্ব্ লাগে।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।