বাগেরহাটের শরণখোলায় বনি আমিন (২২) নামে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
হরতাল চলাকালে টায়ার জ্বালিয়ে পিকেটিং করার সময় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল আটটায় উপজেলা সদরের বাসষ্ট্যান্ড এলাকায় হরতালের সমর্থনে ৮/৯ জন ছাত্র শিবির কর্মী একত্রিত হয়।
এসময় তারা সেখানে টায়ারে আগুন জ্বালিয়ে ভীতির সৃষ্টি করলে শরণখোলা থানার ইন চার্জ আবুল কালাম আজাম নেতৃত্বে টহলে থাকা পুলিশ তাদেরকে ধাওয়া করে। তাড়া খেয়ে পালানোর চেষ্টা কালে আমতলী কামিল মাদ্রসার আলিম শ্রেণীর ছাত্র বনি আমিনকে পুলিম ধরে ফেলে।
আটককৃত বনি উপজেলার খোন্তাকাটা গ্রামের কারী হাবিবুর রহমানের ছেলে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More