স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা থেকে ২৬০টি ইয়াবা বড়িসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ (ডিবি) পুলিশ।
শুক্রবার রাতে মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী এলাকা থেকে ডিবি তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নাজমুল হাসান (২৫) ওই এলাকার মো. শাহ্ আলম মুন্সির ছেলে।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, নাজমুল মোরেলগঞ্জ বাজারে তার মোবাইলের দোকানের আড়ালে মাদকদ্রব্য বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টার দিকে বারইখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে ২৬০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলা দায়েরের পর শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এইচ//এসআই/বিআই/0৩ ফেব্রুয়ারি, ২০১৮
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More