স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হয়েছে তাবলিগ জামাতের জেলা ইজতেমা।
হেদায়েতি বয়ান, ধর্মীয় আলোচনা ও ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে তিনটি দিন কাটানোর পর শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় শুরু হয় আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তাবলীগ জামাতের সাবেক আমীর মরহুম মাওলানা আব্দুল আজিজের ছেলে মাওলানা আব্দুল হামিদ মাসুম বিল্লাহ।
মোনাজাতে অতীতের সব ভুলের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বিশ্বের সব মুসলমানের মঙ্গল কামনা করা হয়।
আখেরি মোনাজাতে অংশ নিতে কয়েক হাজার মানুষ মিলিত হন বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে জায়গা না পেয়ে আশেপাশের অলিগলি ও রাস্তায় পাটি, খবরের কাগজ, পলিথিন বিছিয়ে বসে এবং দাড়িয়ে মোনাজাতে অংশ নেয় মুসল্লিরা। মোনাজাতের পর শতাধিক তাবলিক জামাতের দল ইসলাম প্রচারের জন্য বিভিন্ন প্রান্তে রওনা হন।
গেল বৃহস্পতিবার ভোর থেকে ৩ দিনব্যাপি জেলা ইজতেমা শুরু হয়। এরআগে দ্বিতীয় দিন শুক্রবার কয়েক হাজার মানুষ ইসতেমা যোগ দিয়ে জুম্মার নামাজ আদায় করেন।
এইচ//এসআই/বিআই/২৪ ফেব্রুয়ারি, ২০১৮
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More