প্রচ্ছদ / খবর / কারেন্ট জাল ও জাটকা ইলিশ জব্দ

কারেন্ট জাল ও জাটকা ইলিশ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদ থেকে ১০মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড।

এসময় দুই লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। তবে অভিযানকালে কাউকেই আটক করতে পারেনি কোস্টগার্ড।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বলেশ্বর নদের কচুবাড়িয়া এলাকায় অভিযানকালে ওই জাটকা ও কারেন্ট জাল জব্দ করা হয় বলে জানান, কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট এম সেলিম বিশ্বাস।

তিনি বলেন, মা ইলিশ রক্ষা ও জাটকা নিধন রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড সদস্যরা বলেশ্বর নদের ওই এলাকায় অভিযান চালায়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা নৌকা ফেলে পালিয়ে যায়। পরে ওই নৌকায় তল্লাশী করে ওই নিষিদ্ধ জাল ও জাটকা উদ্ধার করা হয়।

কোস্টগার্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, জব্দকৃত মালামালে আনুমানিক বাজার মূল্য প্রায় বাহাত্তর লাখ টাকা। জব্দ করা জাটকা ইলিশ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে এবং কারেন্ট জাল শরণখোলা উপজেলা মৎস্য কর্মকর্তা ও বনবিভাগের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এইচ//এসআই/বিআই/২৪ ফেব্রুয়ারি, ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ