প্রচ্ছদ / খবর / বাগেরহাট-৩ উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন খালেকের স্ত্রী

বাগেরহাট-৩ উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন খালেকের স্ত্রী

বাসস, ঢাকা

বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে আওয়ামী লীগ খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে মনোনয়ন দিয়েছে।

সোমবার (২১ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রামপাল ও মোংলা এই দুই উপজেলা নিয়ে জাতীয় সংসদের ৯৭ আসন বাগেরহাট-৩। এরআগে, এই আসনে সাংসদ ছিলেন তালুকদার আব্দুল খালেক।

কেসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য স্পিকারের কাছে সংসদ সদস্য পদ থেকে অব্যহতি নিয়েছিলেন তিনি। এরপর স্পিকার নির্বাচন কমিশনকে চিঠি দিলে ১০ এপ্রিল আসনটি শূণ্য ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন আগামী ২৬ জুন এ আসনে উপনির্বাচনের তারিখ নির্ধারণ করে গত ১৬ মে তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ মে, যাচাই-বাছাই ২৭ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে ৩ জুন।

কোনো আসন শূন্য হলে সেখানে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদীয় মনোনয়ন বোর্ড সর্বসম্মতভাবে হাবিবুন নাহারকে মনোনয়ন দিয়েছে।

রামপাল ও মোংলা উপজেলায় ১৭টি ইউনিয়নে মোট ভোটার আছে দুই লাখ ২৭ হাজার ৬৪৬।

এইচ//এসআই/বিআই/১৮ মে ২০১৮
** বাগেরহাট-৩ আসনের উপনির্বাচন ২৬ জুন

About বাগেরহাট ইনফো নিউজ