স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফুলহাতা এলাকায় অভিযান চালিয়ে একনালা দেশি বন্দুক দুটি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারিনি কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. আবদুল্লাহ আল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে পশ্চিম জোনের শরণখোলা সিজি স্টেশানের একটি দল ফুলহাতা ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ওই এলাকা থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাসি চালিয়ে ডাকাতদের ফেলে যাওয়া ২টি একনলা দেশি বন্দুক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র মোড়লগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
এইচ//এসআই/বিআই/০৫ জুলাই ২০১৮
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More