বাগেরহাটের ফকিরহাটে এক ব্যবসায়ীর বাড়িতে অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর সম্পুন্ন ভস্মিভূত হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামে ব্যবসায়ী আব্দুল মান্নান শেখের বাড়িতে বিদ্যুতের শটসার্কিটের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ সৈয়দ আব্দুল মান্নানর পুত্র সৈয়দ সুমন জানান, দুপুরে বৈদ্যুতিক সটশার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সুত্র পাত ঘটে। মুর্হুত্বের মধ্যে আগুনের লেলিহা একে একে পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে।
এসময় ঘরের মধ্যে থাকা টিভি ফ্রিজ নগদ টাকা স্বর্নালোংকার দলিলাদী ও প্রযোজনীয় কাগজপত্র সহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। তাদের দাবি সার্ভিস আসতে দেরি করায় ততক্ষনে সব কিছু পুড়ে শেষ হয়ে যায়।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল গভীর রাতে একই এলাকার রাজিব স-মিলে অগ্নিকান্ডের ঘটনায় ৩টি ঘর পুড়ে প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। সে সময় বাগেরহাট ও খুলনার ফায়ার সার্ভিসকে অবগত করালেও তারা আগুন নিভাতে আসেনি। যে কারনে পর পর দুইটি ঘটনায় প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতির সম্মুখিন হতে হয়েছে বলে ভুক্তভুগিদের অভিযোগ।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More