নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাট সদরের কার্তিকদিয়া গ্রামে ৭ বছরের একশিশু ধর্ষণের শিকার হয়েছে। উদ্ধার পর তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাবার ও টেলিভিশন দেখানোর কথা বলে শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে গত সোমবার (২৯ জুলাই) দুপুরে ধর্ষণ করে প্রতিবেশি আলতাফ পাইক (৩২)।
এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে বাগেরহাট সদর মডেল থানায় ওই যুবকের বিরুদ্ধে একটি মামলা করেছেন। তবে পুলিশ এখনও অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করতে পারেনি।
আলতাফ পাইক বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্তিকদিয়া গ্রামের মো. আলিম উদ্দিন পাইকের ছেলে।
মামলার অভিযোগে বলা হয়েছে, আলতাফ পাইক নিজ ঘরে ডেকে নিয়ে উচ্চ শব্দে টেলিভিশন চালিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুটিকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি শিশুটির চিকিৎসা চলছে। অভিযুক্ত আলতাফকে গ্রেপ্তারে পুলিশে অভিযান অব্যাহত রয়েছে।
এসএইচ//এসআই/বিআই/০২ আগস্ট, ২০১৯
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More