উপজেলা প্রতিনিধি,বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে ফকিরহাট উপজেলার কানার পুকুর এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কের পশে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
রোববার বিকাল পর্যন্ত অচেতন ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে থাকতে পারে। দুর্বৃত্তরা তাঁকে অচেতন করে কাছে থাকা সব কিছু নিয়ে মহাসড়কের পশে ফেলা যায়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিকেল পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি। আমরা তাঁর নাম পরিচয় জানতে চেষ্টা করছি।
প্রসঙ্গত, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর বিদ্যালয়ের সামনে একটি মাইক্রোবাসে এসে কে বা কাহারা অজ্ঞাত এক বৃদ্ধাকে ফেলে রেখে পালিয়ে যায়। যা বিদ্যালয়ের শিক্ষার্থীদের চোখে পড়ার পর বিষয়টি শিক্ষকদের জানায়।
পরে বৃদ্ধাকে বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ আগষ্ট সন্ধ্যায় তিনি মারা যান।
ওই বৃদ্ধার কোন পরিচয় জানতে না পেরে বাগেরহাটের আঞ্জুমান মফিদুলের মাধ্যমে তাঁর দাফন করা হয়।
এসএইচ//এসআই/বিআই/২৫ আগস্ট ২০১৯
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More