উপজেলা প্রতিনিধি, বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের রামপাল উপজেলায় ট্রাকের ধাক্কায় তিন চাকার যান মাহেন্দ্রর এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন মাহেন্দ্রর আরও তিন যাত্রী।
শুক্রবার (৩০ আগস্ট) রাতে উপজেলার ভাগা বাসস্ট্যান্ড এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম রাজকুমার পাল (৪০)। তিনি উপজেলার গোবিন্দপুর গ্রামের বিমল পালের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোংলা থেকে খুলনাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রকে ধাক্কা দিলে চার যাত্রী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রাজকুমার পাল নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিন হাওলাদার বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, আহত তিনজনের মধ্যে মেজবাহ উদ্দিন নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।
এসএইচ//এসআই/বিআই/৩১ আগস্ট ২০১৯
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More
