প্রচ্ছদ / খবর / বাগেরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

বাগেরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

শহর প্রতিনিধি, বাগেরহাট ইনফো ডটকম

Image may contain: 8 people

বাগেরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) শুরু হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে টুর্নামেন্টের সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন প্রমুখ।

টুনামেন্টে দুটি গ্রুপে ভাগ হয়ে বাগেরহাট সদর উপজেলার ১০ ইউনিয়নের ১০টি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী খেলায় ডেমা ইউনিয়ন পরিষদ দলের মুখমুখি হয় ষাটগম্বুজ ইউনিয়ন ফুটবল দল। বৃষ্টির কারণে খেলা শুরুর কিছুক্ষণের মাথায় তা বন্ধ রাখেন রেফারি। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। আগামী ৩ সেপ্টেম্বর পুনরায় এই দুই দল মুখমুখি হবে।

এসএইচ//এসআই/বিআই/১ সেপ্টেম্বর ২০১৯

About বাগেরহাট ইনফো নিউজ