প্রচ্ছদ / খবর / চীন যাচ্ছেন বাগেরহাট আইএমটি’র ১০ শিক্ষার্থী

চীন যাচ্ছেন বাগেরহাট আইএমটি’র ১০ শিক্ষার্থী

শহর প্রতিবেদকবাগেরহাট ইনফো ডটকম

আইএমটি বাগেরহাট এর ছবির ফলাফল

স্কলারশিপ নিয়ে পড়াশোনার জন্য চীনে যাবার সুযোগ পাচ্ছে বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির (আইএমটি) ১০ শিক্ষার্থী।

আগামী ৮ অক্টোবর চীনের জিয়াংসু মেরিটাইম ইনস্টিটিউটের উদ্দেশে দেশ ছাড়বেন তাঁরা। চিনের সরকারি ওই শিক্ষা প্রতিষ্ঠানটিতে আগামী ১৫ অক্টোবর থেকে তাদের ক্লাস শুরু হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি, কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধিনে দেশে বর্তমানে ৬টি আইএমটি রয়েছে।

বাগেরহাট আইএমটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী এমডি শামীম হোসাইন বলেন, প্রথম বারের মত স্কলারশিপ নিয়ে আমাদের শিক্ষার্থীরা বিদেশে যাচ্ছে। ৬টি আইএমটির মধ্যে বাগেরহাট থেকে সর্বচ্চ সংখ্যক শিক্ষার্থী সুযোগ পেয়েছে।

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. খোরশেদ আলম, মো. সাব্বির হোসেন, মো. ইউসুব আলী, মো. রায়হান উদ্দিন রাফি, লিখন ইসলাম, মো. পিয়াস আহমেদ, মকবুল হোসাইন, আশিকুর ইসলাম, মো. নাইমুজ্জামান ইমরান ও মো. আল আমিন। তারা মেরিন ইঞ্জিনিয়ারিং ট্রেডে ডিপ্লোমা লেভেলে পড়াশুনা করবেন।

পুর্ণাঙ্গ স্কলারশিপের খবরে তাঁদের পরিবারের সবার মাঝে খুশির আমেজ বইছে। শিক্ষার্থীরা বলছেন, বাংলাদেশে মার্চেন্ট শিপ চাহিদার তুলনায় অপ্রতুল। আমরা আমাদের অর্জিত জ্ঞান দেশের মার্চেন্ট শিপের উন্নয়নে লাগাতে চাই। এছাড়া জাহাজ শিল্পের উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে চাই।

শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, ছোট থেকেই স্বপ্ন ছিল জাহাজে করে পৃথিবী ঘুরব। স্বপ্ন পূরণের দোরগোড়ায় দাঁড়িয়ে খুব ভালো লাগছে। স্কলারশিপ পেয়ে বিনা খরচে যেতে পারাটা আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

মো. নাইমুজ্জামান ইমরান বলেন, অধ্যক্ষ স্যার, হাফিজ জামান স্যারসহ শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের চীন যাওয়ার স্বপ্ন পূরণ হয়েছে। স্যাররা সব শিক্ষার্থীদেরও সাহায্য করেন।

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী এমডি শামীম হোসাইন প্রথম আলোকে বলেন, আমরা সবসময় চাই, শিক্ষার্থীরা ভাল কিছু করুক। সে অনুযায়ী আমরা শিক্ষার্থীদের সবধরনের পরামর্শ ও সেবা দিয়ে থাকি।

আমরা চাই ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটের মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন দেশে স্কলারশিপ পাক। সে চেষ্টার অংশ হিসেবে এ বছর আমাদের প্রতিষ্ঠান থেকে ১০ শিক্ষার্থী চীনের জিয়াংসু মেরিটাইম ইনস্টিটিউটে যাচ্ছে। যা দেশে বিদ্যমান আইএমটিগুলোর মধ্যে সর্বোচ্চ। আশা করি, স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা পেশাগত জীবনে ভাল করবে।

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাট ছাড়াও দেশের অন্য পাঁচটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি থেকে আরও ২৭ শিক্ষার্থী স্কলারশিপে চীন যাচ্ছে।

এসএইচ/এসআই/বিআই/০৪ সেপ্টেম্বর, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ