সর্বশেষ
প্রচ্ছদ / খবর / বুদ্ধি প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার

বুদ্ধি প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার

২৩ নভেম্বর, শনিবার থেকে ওই কিশোর নিখোঁজ ছিল।

উপজেলা প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের ফকিরহাটে দুদিন ধরে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) সকালে ফকিরহাট উপজেলার পাইকপাড়া গ্রামের বড় মসজিদ সংলগ্ন একটি ডোবা থেকে তাসকিন বিল্লাহ (১৭) নামের ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

তাসকিন পাইকপাড়া এলাকার মোহাম্মদ আবু মুসার ছেলে। সে বুদ্ধি প্রতিবন্ধী ছিল বলে পুলিশ জানায়।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সকালে বাড়ির উঠানে একা একা খেলছিল তাসকিন। কিন্তু দুপুরের পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না।

আশেপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার আর সন্ধান পায়নি পরিবার।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আলম বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, শনিবার সকালে তাসকিনদের বাড়ির কাছের একটি ডোবার (গর্ত) পানিতে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারের পর তাসকিনের পরিবার তা সনাক্ত করেছে।

কিভাবে তাসকিনের মৃত্যু হলো তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এসএইচ/এসআই/বিআই/২৫ নভেম্বর, ২০১৯

About বাগেরহাট ইনফো নিউজ