বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রলীগ নেতা রফিকুল ইসলামের হত্যাকারীদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতারের দাবীতে উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগ বেলা ১১টায় উপজেলা সদরে এক বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধন কর্মসূচী পালন করে।
সমাবেশে রামপাল উপজেলা ছাত্রলীগ সভাপতি মনির আহমেদ প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ লুৎফর রহমান, সাধারন সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুল, মোঃ দেলোয়ার হোসেন, বোরহান উদ্দিন জেড, মোঃ আবুল কালাম আজাদ, কামরুল হাসান বাবলু, মোঃ জাহাঙ্গীর হোসেন, সর্দার বোরহান উদ্দিন, ফারাজী জাকির হোসেন, গোলাম মোস্তফা, শরীফুল ইসলাম, হাফিজুর রহমান, মেহেদী হাসান রাজু, সাইফুল ইসলাম বাবু, শেখ সাদী, চয়ন মন্ডল প্রমুখ।
নেতারা রফিকুল ইসলাম হত্যার আসামী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হামীম নূরী সহ সকল আসামীদের এক সপ্তাহের মধে আটকে পূর্বক সর্বোচ্চ শাস্তির দাবী করে থানা পুলিশের রহস্যজনক ভূমিকার কঠোর সমালোচনা করেন।
এক সপ্তাহে মধ্যে তাদের দাবী পুরন না হলে কঠোর কর্মসুচি গ্রহনের ঘোষনা দেন তারা।
উল্লেখ, চিংড়িঘের নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গত ২৬ মার্চ সকালে তিনি প্রতিপক্ষের হামলায় আহত হলে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ মার্চ মারা যান।
বিষয় সংস্লিষ্ট সংবাদ- রামপালে প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু
রামপালে ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় মামলা
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More