শহর প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটে দুস্থ ও অসহয়দের মাঝে চাল ও কম্বল বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রিন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) শহরের শালতলা এলাকার জেলা পরিষদ অডিটরিয়ামে সংগঠনের পক্ষ থেকে চাল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের জেলা গভর্নর ড. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রিনের প্রেসিডেন্ট রিজিয়া পারভীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভাইস গভর্নর নজরুল ইসলাম শিকদার, রিলিফ কমিটির চেয়ারম্যান লায়ন্স কায়কোবাদ মোহাম্মাদ শরিফুজ্জামান, খুলনা লায়ন্স ক্লাবের সেক্রেটারি এ্যাড. কুদরত ই খুদা, লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রিনের ভাইস প্রেসিডেন্ট আহাদ উদ্দিন হায়দার, সেক্রেটারি মনি মল্লিক, ট্রেজারার শারমিন খান, মোহাম্মাদ আলী প্রমুখ।

বক্তারা বলেন, লায়ন্স ক্লাব অসহায় ও দরিদ্র মানুষের সেবায় সব সময় পাশে থাকে। তার অংশ হিসেবে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ বাগেরহাটের তিনশ মানুষের পাশে দাঁড়াতে এই আয়োজন। অনুষ্ঠানে প্রত্যেককে ১০ কেজি চাল ও একটি করে কম্বল প্রদান করা হয়।
এজি/আইএইচ/বিআই/৭ জানুয়ারি, ২০২০
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More