নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মীসহ আরও ৭০ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) পর্যন্ত জেলায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ২৭২ জনের।
বাগেরহাটের সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক সুব্রত দাস বলেন, সম্প্রতি জেলায় আক্রান্তের হার অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে। গত ১৯ দিনে বাগেরহাটে ১৩৮ জন শনাক্ত হয়েছেন। যার মধ্যে গেল ৭২ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৭০ জন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষায় তাদের রিপোর্ট কোভিড পজিটিভ আসে।
তিনি জানান, আক্রান্ত হিসেবে শনাক্তদের মধ্যে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।
জেলায় করোনাভাইরাস শনাক্ত ২৭২ জনের মধ্যে ১৬০ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন চারজন।
এজি/আইএইচ/বিআই/১০ জুলাই, ২০২০
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More