শিবির ডাকা বৃহস্পতবারের হরতালে মোরেলগঞ্জে একটি ট্রাক ভাংচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছ।
সকাল ৭টার দিকে ইসলামী ছাত্র শিবিরের ১০-১২জন কর্মী মোরেলগঞ্জ-বাগেরহাট সড়কের বাশবাড়িয়া এলাকায় পিকিটিং করে। এ সময় তারা একটি ট্রাক(ঢাকা মেট্রো-১১-২৬০১) ভাংচুর করে।
সেখান থেকে ধাওয়া করে শিবিরের ৪ কর্মীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। আটক কৃতরা হচ্ছে মোরেলগঞ্জ সদরের লতিফিয়া সিনিয়র মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র হাফেজ আরিফুল ইসলাম(১৬), সেলিমগড় সিনিয়র মাদ্রাসার ২য় বর্ষের ছাত্র মোঃ সোহেল(১৭), একই মাদ্রাসার ২য় বর্ষের ছাত্র মোঃ আলামীন(১৮) ও পুটিখালী গ্রামের নুরুল ইসলাম মল্লিকের পুত্র মাসুদ মল্লিক (২০)।
পুলিশ হেফাজতে শিবিরের এই ৪ কর্মীকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত মাসুদ মল্লিককে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থান্তর করা হয়েছে বলে হাসপাতাল ও থানা সূত্রে জানা গেছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More