বাগেরহাটের রামপাল উপজেলার বৃষ্টি খাতুন (১৫) নামে এক গৃহবধূকে স্বামী আলম হোসেন হত্যা করে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত ১১টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। নিহত বৃষ্টি রামপাল উপজেলার গাববুনিয়া গ্রামের মল্লিক আলমগীর হোসেনের মেয়ে।
নিহতের বাবা মল্লিক আলমগীর হোসেন জানান, এক বছর আগে উপজেলার সোলাকুড়া গ্রামের মতলেব শেখের ছেলে আলম হোসেন তার মেয়ে বৃষ্টিকে চন্ডীতলা মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার পথে নানা প্রলোভনে ফুসলিয়ে নিয়ে নোটারীর মাধ্যমে বিয়ে করে। পরে তারা পার্শ্ববর্তী আলমের খালার বাড়িতে বসবাস শুরু করে।
বিয়ের পর থেকে প্রায়ই নানা কারণে আলম বৃষ্টির ওপর নির্যাতন চালাতো তার স্বামী। এক পর্যায়ে শুক্রবার রাতে বৃষ্টিকে মারপিট করা হলে সে অচেতন হয়ে পড়ে। পরে রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এসময় আলম সেখানে বৃষ্টির লাশ রেখে পালিয়ে যায় সে।
শনিবার দুপুরে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে এ বিষয়ে নিহতের স্বামী আলম হোসেন বা তার পরিবারের কারো বক্তব্য পাওয়া যায় নি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More