বাগেরহাটে স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বখাটের ৬ মাসের কারাদন্ড দিল ভ্রাম্যমান আদালত।
বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক বখাটেকে ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
পুলিশ ও ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, স্কুলে যাওয়ার পথে সরুই এলাকার কবির সরদারের ছেলে বিপ্লব সরদার ঐ ছাত্রীতাকে দির্ঘ দিন ধরে উত্যক্ত করে আসছিল। বিষয়টি বিপ্লব সরদারের পরিবারকে জানিয়েও কোন ফল হয়নি। সে ওই স্কুল ছাত্রীকে নানা প্রকার কুপ্রস্তাব দিতে শুরু করে।
রবিবার সকালে ওই ছাত্রী স্কুলে যাবার পথে উত্যক্ত করার সময় সরুই এলাকার কবির সরদারের ছেলে বখাটে বিপ্লব সরদারকে (২০) এলাকাবাসী ও শিশু সুরক্ষা কমিটির সদস্যরা হাতেনাতে ধরে ফেলে এবং পুলিশে সোপর্দ করে।
পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শুভ্রা দাস ঘটনাস্থলে এসে ভ্রাম্যমান আদালত বসিয়ে বখাটের স্বীকারোক্তি অনুযায়ী ৫০৯ ধারায় ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More